How To Get Unlimited Free Call Apps - Unlimited Dingtone Credit

Get Unlimited Free Call From DingTone | Unlimited Free Dingtone Credit | Free Calling Bangla

আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Dingtone Apps এর মাধ্যমে একদম ফ্রিতে কথা বলবেন। Dingtone Apps এর মাধ্যমে কিভাবে আনলিমিটেড কথা বলবেন। Unlimited Dingtone Credit.

প্রথমে আপনাদেরকে Dingtone Apps ইন্সটল করতে হবে। Dingtone Apps টা ডাউনলোড করে আপনারা install করে ফেলবেন। এরপর এখানে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরী করবেন বা আপনি যদি গুগল থেকে ফ্রি জিমেইল দিয়ে একাউন্ট খোলেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হয়। ওয়ান টাইম জিমেইল ব্যবহার করে আনলিমিটেড একাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এইভাবে আপনারা Dingtone এর Credit বাড়িয়ে যত খুশি কথা বলতে পারবেন

১টি অ্যাকাউন্ট করলে আপনি পেয়ে যাবেন ২০ কয়েন। যে ক্রেডিট দিয়ে আপনারা ৬-৭ মিনিটের মতো ফ্রিতে কথা বলতে পারবেন। প্রতি মিনিট কথা বলার জন্য ৩.৫০ পয়েন্ট করে কাটবে। 

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

কিভাবে একাউন্ট খুলবেন নিচের স্ক্রীনশট গুলো দেখলে বুঝতে পারবেন। 


এপ্লিকেশনটি ইন্সটল করার পর Get Started ক্লিক করুন।




এখানে আপনার একটি জিমেইল একাউন্ট সিলেক্ট করবেন। টেম্পোরারি জিমেইল একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন।








আমি এখানে টেম্পোরারি ইমেইল ব্যবহার করছি। টেম্পোরারি ইমেইলে ৪ সংখ্যার কোড পেয়ে যাবেন। 



তারপর দেখতে পারবেন যে আপনাদের একাউন্টে ক্রেডিট দেওয়া হয়েছে, এই ক্রেডিট গুলো দিয়ে আপনারা ৭ মিনিট কথা বলতে পারবেন একদম ফ্রীতে। এখন আপনারা কিভাবে কল দিবেন। 


এভাবে করে আপনারা আনলিমিটেড ফ্রি দেন কল দিয়ে কথা বলতে পারবেন। আপনারা অনেকে বলতে পারবেন যে 500 মিনিট কিভাবে কথা বলব। আপনাদের যখন 5 থেকে 6 মিনিট কথা বলা শেষ হয়ে, যাবে তখন অ্যাপ্লিকেশনটি আনইন্সটল করে দিন। এবং আমি যেভাবে একাউন্ট খোলা দেখাইলাম ওইভাবে আপনারা আবার নতুন অ্যাকাউন্ট খুলুন। এরকমভাবে আপনারা আনলিমিটেড ফ্রিতে কথা বলতে পারবেন।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post